বিনোদন ডেস্কঃবলিউডের দুই জনপ্রিয় নাম—সালমান খান ও অরিজিৎ সিং। এক সময়ের তীব্র মনোমালিন্যের পর এবার যেন বরফ গলতে শুরু করেছে। সালমান নিজেই স্বীকার করলেন, অরিজিতের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, তার জন্য দায় ছিল তাঁরই। সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর মঞ্চে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে কথোপকথনের সময় এই প্রসঙ্গ উঠে আসে। রবি বলেন, “আমার আপনার সামনে আসতে ভয় করছিল। আমার মুখ নাকি অরিজিৎ সিংয়ের সঙ্গে মেলে!” কথাটি শুনে প্রথমে হাসেন সালমান, তারপর বলেন, “অরিজিত আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা হয়েছিল আমার দিক থেকেই।” এই একটুখানি মন্তব্যেই অনেকটা জল্পনার অবসান হয়েছে। দীর্ঘদিন ধরেই সালমান-অরিজিত দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছিল বলিউডপাড়ায়। বিশেষ করে ২০১৪ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর থেকে এই সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার সূত্রপাত...