শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে- যেখানে জুলুম, নির্যাতন ও লুটপাটের কোনো স্থান থাকবে না। সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের বুলি শুনিয়েছেন, তারাই দেশের সম্পদ লুট করেছে, খুন ও গুমের রাজনীতি চালিয়েছে। ছাত্রশিবির এমন ভুয়া দেশপ্রেম চায় না। আমরা এমন তরুণ তৈরি করতে চাই যারা নৈতিকতা, আদর্শ ও সত্যের পথে থাকবে। শিবির সভাপতি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া কারও জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে...