নিজেদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এরপর কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। এরইমধ্যে ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে বন্দিদের বহনকারী বাস।সোমবার (১৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো রামাল্লায় পৌঁছেছে। এটি অধিকৃত পশ্চিম তীরের রাজধানী হিসেবে পরিচিত। সেখানে তাদের স্বাগত জানাতে জড়ো হয়েছেন আত্মীয়স্বজনরা।বিবিসি জানিয়েছে, চুক্তির আওতায় প্রায় এক হাজার ৭০০ গাজাবাসী এবং ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। আজ তাদের মুক্তি দেওয়া হবে।ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারাএর আগে আলজাজিরা জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর আজ শুরু হতে যাচ্ছে বন্দিবিনিময় প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী, গাজায় আটক ২০ ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে...