ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে মানুষের প্রতিটি কাজের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শুধু বলা নয়, না বলা—কী গোপন রাখা উচিত—তাও ইসলামে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। কিছু বিষয় গোপন রাখার নির্দেশ মুসলিমের কল্যাণ, আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টির জন্য। নিচে ৮টি বিষয় তুলে ধরা হলো, যেগুলো ইসলামে গোপন রাখার পরামর্শ রয়েছে: ১. নিজের ইমান ও আমলআপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং ইবাদতের বিষয় অন্যদের দেখানো উচিত নয়। লোক দেখানো ইবাদত (রিয়া) কঠোরভাবে নিষিদ্ধ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে, সে শিরক করেছে। ২. সদকা ও দানদান ইসলামে উৎসাহিত, কিন্তু তা গোপনভাবে করা উত্তম। কুরআনে বলা হয়েছে, গোপনে দান করলে তা আপনার জন্য আরও ভালো। ৩. নিজের দুঃখ ও বিপদসমস্ত কষ্ট-দুঃখ প্রকাশ করার প্রয়োজন নেই। কিছু বিষয় শুধু আল্লাহর কাছে বলা...