শাপলা প্রতীকের প্রথম দাবিদার বাংলাদেশ কংগ্রেস। তাই কোনো দলকে প্রতীকটি দেওয়া হলে তা বাংলাদেশ কংগ্রেসকেই দেওয়ার আবেদন জানিয়েছে দলটি। সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এমন আবেদন জানান। আবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে। দলের প্রথম প্রচারপত্রে ন্যাচারাল ডিজাইনে শাপলার ব্যবহার হয়। পরে শৈল্পিক ডিজাইন করে সব কাগজপত্রে শাপলা দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন থেকে বলা হয়, শাপলা জাতীয় প্রতীক এবং এটা দলীয় প্রতীক হতে পারে না। নির্বাচন কমিশনের উক্ত কথার পরিপ্রেক্ষিতে আমরা ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেই, যদিও আবেদনপত্রের সঙ্গে জমাকৃত কাগজপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলার...