পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত অর্ধশতাধিক মানুষ হাসপাতালে ভর্তি।রোববার (১২ অক্টোবর) রাতে লতাচাপলী ইউনিয়নের সুমাইয়া (২৫) নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর দুদিন আগে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানটি ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে রয়েছে।অন্যদিকে, মহিপুর থানার নজিবপুর গ্রামের সাফিয়া বেগম (৩০) নামের আরেক নারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সুমাইয়ার স্বজনরা জানান, তিনি গর্ভবতী অবস্থায় হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। প্রথমে তারা সাধারণ জ্বর ভাবেন, পরে ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালে নেওয়ার আগেই অবস্থা খারাপ হয়ে যায়। অবস্থা সংকটাপন্ন দেখে ডাক্তার সিজার করেন।ডেঙ্গু জ্বর : লক্ষণ, করণীয় এবং সচেতনতাএলাকার বাসিন্দা মিজান হাওলাদার বলেন, তুলাতুলি ২০ শয্যা হাসপাতালটা কার্যত অচল। কোনো এমবিবিএস ডাক্তার নেই। এলাকায়...