ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আটটি ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ এবং আর থানা হয়েছে গুলশান থানা। সোমবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। ডিএমপি জানায়, সেপ্টেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা। অনুষ্ঠানে উত্তরার হয়ে পুরস্কার গ্রহণ করেন ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম এবং গুলশান থানার হয়ে পুরস্কার নেন ওসি হাফিজুর রহমান। এদিকে সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন গুলশান থানার এসআই মো. আলীম হোসাইন ও মুগদা থানার এসআই মো. তহিদুল ইসলাম।...