মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিঙ্গাইর উপজেলা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিনের বিভিন্ন সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনই আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে শহরের পশ্চিম দাশড়া এলাকার পৌর ভূমি কার্যালয়ের পিছনের একটি বহুতল ভবনের তিনতলা থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার সাংবাদিকদের বলেন, আবু হানিফ তার বর্তমান স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী গর্ভবতী। বিদেশে পাঠানোর কথা বলে আবু হানিফ বিভিন্ন ব্যক্তি কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় মানসিক চাপে ছিলেন। তিনি বলেন, মানিকগঞ্জের এক ব্যক্তির মোটরসাইকেল বিক্রির টাকা আত্মসাৎ করে...