‘দ্য বার্ডস অফ বলিউড’ এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা কুড়াচ্ছেন তামান্না ভাটিয়া। সেই নৃত্যতে মজেছেন বলিউডের অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর। একটি পডকাস্টে কথা বলতে গিয়ে বিতর্কও সৃষ্টি করে দিয়েছেন। এখন শুনছেন কটাক্ষ। পডকাস্টে অন্নুকে তামান্নার নাচ নিয়ে প্রশ্ন করা হয়। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।’ তামান্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে অভিনেত্রীর পছন্দ নয়। তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই অন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে। গত বছর তামন্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তামান্নাকে খোঁচা দিয়েছেন অন্নু। কত বছরের বাচ্চাদের ঘুম পাড়ান তামান্না, এমন...