সোমবার সকালে শহরের উচালিয়াপাড়া মোড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন। তিনি জানান, আগে থেকেই অভিযোগ ছিল, উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করে আসছে। এরপর বাজারের চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, মাছের ভেতরে প্রচুর জেলি জাতীয় পদার্থ মেশানো হয়েছে। এসব জেলি মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।...