নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অতীতে সংঘটিত বলপূর্বক গুম এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সরকারিভাবে গঠিত হয়েছে "গুম অনুসন্ধান কমিশন"। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া শত শত ব্যক্তির বিষয়ে সত্য উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতেই এই কমিশন গঠিত হয়। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তবে বাস্তবভাবে কমিশনের মূল নীতিনির্ধারক ও গবেষণা নেতৃত্বে রয়েছেন ড. নাবিলা ইদ্রিস, যিনি ইতোমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে "গুম কমিশনের মস্তিষ্ক" হিসেবে পরিচিতি পেয়েছেন। ড. নাবিলা ইদ্রিস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ও নীতিবিশ্লেষক। তিনি বর্তমানে যুক্তরাজ্যের Open University-তে ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত, যেখানে তিনি গ্লোবাল স্যোশ্যাল প্রটেকশন ফান্ড নিয়ে গবেষণা করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (BIGD)-এর খণ্ডকালীন...