বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ১৫ বছর কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে- ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। ছাত্রশিবির মানুষের মাঝে এমন দেশপ্রেম তৈরি করবে যেখানে কোনো জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান। সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির ও শহর শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে...