ব্যর্থতায় থমকে যাওয়া জীবনেরই অংশ। জীবনে কোনো না কোনো সময় আমরা সবাই ব্যর্থ হই। পরীক্ষায়, চাকরির ইন্টারভিউয়ে বা সম্পর্কে - ব্যর্থতা আসতে পারে। ব্যর্থ হলে মানুষের স্বাস্থ্য, আর্থিক ও পারিবারিক জীবনে বিরূপ প্রভাব ফেলে। তবে ব্যর্থতা যে সবসময় নেচিবাচক হবে তা কিন্তু নয়। ব্যর্থতা থেকেই আমরা অনেক কিছু শিখতে পারে। তবে এই শিক্ষা নির্ভর করে - আমরা ব্যর্থতাকে কীভাবে দেখি – তার ওপর। এটিকে ইতিবাচকভাবে দেখলে জীবনের অনেক সমস্যা দূর করা যাবে। আজ (১৩ অক্টোবর) আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। এই দিনটি আমাদের শেখায় ব্যর্থতা শুধু বাধা নয়, এটির সাফল্যের পথে একটি প্রয়োজনীয় ধাপ হতে পারে। তাই আসুন এই দিন উপলক্ষে জেনে নেই ব্যর্থতা কাটিয়ে উঠবেন কীভাবে- ইতালির পারমা ইউনিভার্সিটি–এর এক গবেষণায় দেখা গেছে, ব্যর্থতা যে বয়সেই আসুক, সেটা সাময়িকভাবে মন-মেজাজের উপর...