১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আসন্ন চাকসু নির্বাচনের মাত্র দুই দিন আগে চবি ছাত্রদলের এই নেতাকে বহিষ্কারের ঘটনায় ক্যাম্পাসজুড়ে তোলপাড় শুরু হয়েছে। শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মামুন উর রশিদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো...