পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার। ইসলামি ব্যাংক পাঁচটি একীভূত করার পর বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের কী হবে- সে বিষয়টি খোলাসা করছে না বাংলাদেশ ব্যাংক। ফলে বারবার ‘বলির পাঠা’ হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিষয়টি নিয়ে শেয়ারবাজারে একেক সময় একেক রকম গুঞ্জন ছড়াচ্ছে। প্রথম দফায় গুঞ্জন ছড়ায়- একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা কিছুই পাবেন না, এতে এই পাঁচ ব্যাংকের শেয়ার দামে ব্যাপক দরপতন হয়। এরপর গুঞ্জন ছড়ায়- বর্তমান শেয়ারহোল্ডাররা কিছু না কিছু পাবেন, তার পরিপ্রেক্ষিতে আবার শেয়ারের দাম বাড়তে থাকে। অতি সম্প্রতি আবার গুঞ্জন ছড়িয়েছে পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডাররা কিছুই পাবেন না। ফলে আবারও এই ব্যাংকগুলোর শেয়ার বড় দরপতনের মধ্যে পড়েছে। এমনকি কয়েক কার্যদিবস...