ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ লড়াই ‘ফাইনালিসিমা’ মাঠে গড়াতে যাচ্ছে অবশেষে! অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে এই ম্যাচের তারিখ আর ভেন্যুও। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা, দুই দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়া। আর্জেন্টিনা এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে, কাছাকাছি আছে স্পেনও। এই ম্যাচ আয়োজন হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, অর্থাৎ সেই একই মঞ্চে যেখানে ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। সম্প্রতি উয়েফা, কনমেবল এবং সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর মধ্যে বৈঠক হয়েছে, যেখানে ২০২৬ সালের মার্চে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা বলা হয়। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৮ মার্চ। তবে,...