ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের উপপ্রধান হুসেইন আল শেখ। রোববার (১২ অক্টোবর) জর্ডানের রাজধানী আম্মানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে বৈঠকের আপডেট জানান আল শেখ। তিনি বলেন, টনি ব্লেয়ারকে জানানো হয়েছে- গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের কাজ শুরুর জন্য সহায়তায় প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেইসাথে, যুদ্ধবিরতি বাস্তবায়ন, ত্রাণ প্রবেশ নিশ্চিত, জিম্মি ও বন্দিদের মুক্তি এবং গাজা পুনর্গঠনে কাজ করতে চান বলেও জানান পিএলওর এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে গুঞ্জন ওঠে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানকার অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বিবিসির এক প্রতিবেদনেও উঠে আসে এমন তথ্য। যদিও এমনটা কখনোই মানা হবে না বলে সাফ জানিয়ে দেয় ফিলিস্তিনি...