মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজ ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ এক অভূতপূর্ব উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে । জেরুজালেমে নেসেটের প্লেনামে আইন প্রণে তারা প্রায় আড়াই মিনিট ধরে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেওয়ার জন্য মঞ্চে দাঁড়ালে নেসেট গার্ডের সদস্যরা ট্রাম্পেট বাজিয়ে তাকে স্বাগত জানান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট নিজেও উপস্থিত সদস্যদের সঙ্গে করতালিতে যোগ দেন।আইনপ্রণেতা এবং উপস্থিত দর্শকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও করতালি দিয়ে অভিনন্দন জানান এবং এ সময় অনেকে তার ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দিতে থাকেন।ট্রাম্পের ভাষণের আগে নেসেটের স্পিকার আমির ওহানা দীর্ঘভূমিকার মাধ্যমে মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেন। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হ্যাগসেথ, রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা লাভ করেন।এই...