“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে দেশজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়। প্রথমবারের মতো দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা বরিশালে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার সকালে ঢাকঢোল বাজিয়ে বরিশাল সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে দুপুরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ নিয়ে আলোচনা করেন। বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের...