জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আলাদা দিনে করার আনুষ্ঠানিক প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কর্মকর্তা নিয়োগ লটারির মাধ্যমে করার দাবি জানায় দলটি। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারের সঙ্গে আড়াই ঘণ্টাব্যাপী জামায়াতের পাঁচ সদ্যসের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সিইসির সঙ্গে পিআর পদ্ধতিতে ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, পিআর আর ট্রেডিশনাল পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালই ছিল। আমরা দেখছি, ৫৪ বছরে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করেনি। সে কারণে পিআর সিস্টেম যদি হয়, সেক্ষেত্রে কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া; সেগুলোর সম্ভাবনা কমে যাবে। গণভোট ও জাতীয়...