বলিউডের ফ্যাশন আইকন ও প্রতিভাবান অভিনেত্রী পূজা হেগড়ের জন্মদিন আজ। দক্ষিণের পর্দা থেকে বলিউড পর্যন্ত, তার যাত্রা যেন রঙে ভরপুর এক সিনেমা-যেখানে প্রতিটি দৃশ্যেই তিনি নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে ২০১০ সালে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরই তিনি নজরে আসেন। সেই গ্ল্যামারাস সূচনার পর দক্ষিণী সিনেমায় পা রাখেন ‘মুগামুদি’ ছবির মাধ্যমে। তবে ‘ওকা লাইলা কোসম’ এবং ‘অলা বৈকুণ্ঠপুরমুলো’-এর মতো তেলুগু ছবিতে তার উপস্থিতিই তাকে দক্ষিণ ভারতের জনপ্রিয় মুখে পরিণত করে। বলিউডে তার অভিষেক হয় আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক ছবি ‘মোহেনজোদারো’ দিয়ে, যেখানে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেন তিনি। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে খুব বেশি সফল হয়নি, কিন্তু পূজার গ্রেস ও স্ক্রিন প্রেজেন্স দর্শকের নজর কেড়েছিল। পূজা হেগড়ের সবচেয়ে বড় শক্তি তার ফ্যাশন সেন্স। লাল গালিচা হোক বা...