প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গণমাধ্যম পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইয়াসির আরাফাত রিপন এবং নিজস্ব প্রতিবেদক আল-আমিন হাসান আদিব। অনলাইন ক্যাটাগরিতে তারা এ পুরস্কার পান। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আমন্ত্রিত অতিথিরা তাদের হাতে রানারআপের এ পুরস্কার তুলে দেন। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় এ গণমাধ্যম পুরস্কার দেওয়া হয়। এতে জাতীয় পত্রিকা, অনলাইন, টিভি, স্থানীয় পত্রিকা ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। শিশুদের নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান ইয়াসির আরাফাত রিপন। এর আগে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইয়াসির আরাফাত রিপন ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক বর্ষসেরা প্রতিবেদক অ্যাওয়ার্ড, শ্রম মন্ত্রণালয় কর্তৃক শিল্প ও শ্রম ইস্যুতে বর্ষসেরা প্রতিবেদন অ্যাওয়ার্ড, রিহ্যাব (রিয়েল...