জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপি উচ্চকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির পক্ষে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলটি এখনই নিম্নকক্ষে পিআরের পক্ষে অবস্থান নিচ্ছে না। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির জামালপুর জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাস্তবতায় এনসিপি’র স্পষ্ট অবস্থান আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই।’ তিনি আরও বলেন, বিচারিক সংস্কার, রাজনৈতিক সংস্কার এবং জুলাই সনদের কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি...