ঢাকা: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখার জন্য ২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিবিদ জোয়েল মকির, ফিলিপ আগিওন ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) এক ঘোষণায় সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেস জানায়, তারা "উদ্ভাবনচালিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখা" দিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম “অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডিশ রিক্সব্যাংক পুরস্কার”। এ বছরের পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমতুল্য। এটি ছিল ২০২৫ সালের নোবেল সিরিজের শেষ পুরস্কার।জোয়েল ময়কার যুক্তরাষ্ট্র ইলিনয়ের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক। ফিলিপ এজিওঁ ফ্রান্সের নাগরিক এবং তিনি কলেজ দে ফ্রান্স এবং লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত। পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, প্রভিডেন্সের অধ্যাপক।নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, গত দুই শতাব্দীতে ইতিহাসে প্রথমবারের...