১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজায় তথাকথিত বোর্ড অব পিস-এ থাকবেন কি-না তা নিয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি। "আমি সবসময় টনিকে পছন্দ করি, কিন্তু আমাকে দেখতে হবে যে তিনি সবার কাছে গ্রহণযোগ্য পছন্দ কি-না," ট্রাম্প সাংবাদিকদের বলছিলেন। তিনি বলেন, তিনি চান দ্রুত এই বোর্ড গঠিত হোক। এর আগে রোববার পিএলও'র উপ-প্রধান গাজার ভবিষ্যৎ নিয়ে ব্লেয়ারের সঙ্গে বৈঠকের একটি ছবি পোস্ট করেছেন। তিনি বলেছেন, তার সংগঠন ট্রাম্প, ব্লেয়ার ও অন্যদের সাথে কাজ করার জন্য প্রস্তুত আছে। এর আগে, হোয়াইট হাউস সমর্থিত এক প্রস্তাবে বলা হয়েছে যে গাজার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে তুলে দেওয়ার আগে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থন নিয়ে আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকার গঠনের...