নিজস্ব প্রতিবেদক : নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারো আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জন্মদিন উদযাপনের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন করে তার বিয়ের গুঞ্জন। তনির পূর্ববর্তী স্বামী শাহাদাৎ হোসাইন চলতি বছরের শুরুতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে একাই জীবন সামলে নিচ্ছেন তিনি। পরিচালনা করছেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘সানভিস বাই তনি’, যার দেশজুড়ে ১২টি শোরুম রয়েছে। সম্প্রতি তনি ফেসবুকে একটি জন্মদিনের ছবি পোস্ট করে লিখেছেন—“তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটি দিনই যথেষ্ট নয়।” এই পোস্ট থেকেই শুরু হয় জল্পনা—তনি কি আবার বিয়ে করেছেন? ছবিতে থাকা ব্যক্তির নাম মো. সিদ্দিক, যিনি নিজেও ফেসবুকে তনিকে স্ত্রী সম্বোধন করে দুটি ছবি পোস্ট করে লিখেছেন:“আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।”...