ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু। সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যেই স্বামীর বিরুদ্ধে ন্যক্কারজনক নির্যাতনের অভিযোগ তুলেছেন। লাইভে তিনি বারবার বলছিলেন, ‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।’ রোববার সন্ধ্যায় করা সেই ফেসবুক লাইভে দেখা যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ভাঙা কাচ, ছড়ানো জিনিসপত্র এবং এলোমেলো অবস্থায় ছড়ানো আসবাবপত্র। সবকিছুতেই স্পষ্ট ছিল উত্তেজনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। লাইভে রিন্টু জানান, তিনি গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন। তবে তার সেই স্বামী এখনো বাড়িতে থেকে তাকে হুমকি দিচ্ছেন এবং মারধর করছেন। তিনি নিজের হাতে কিছু দাগ দেখিয়ে লাইভে কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা চায় পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনবো তারা খাবে। আর আমার ওপর নির্যাতন চালাবে। দেখেন আমাকে মেরে কী করেছে।’ এসময় অভিনেত্রী স্বামীর...