কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন, সম্প্রতি তার পরিবারকে টিভি সাংবাদিক পরিচয়ে হেনস্তা করা হয়েছে। সামাজিক মাধ্যমে নিজের পক্ষ থেকে তিনি ঘটনার বিবরণ দিয়েছেন। রিপন মিয়া লিখেছেন, আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সমর্থনে ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে এই কার্যক্রম চালাচ্ছি। এই সময়ে আমার দ্বারা কারও কোনো ক্ষতি হওয়ার রেকর্ড নেই। যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকার সময় আমি সব সময় সাড়া দিয়েছি। তিনি জানান, আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা বাড়ার সঙ্গে সঙ্গে আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। রিপন ঘটনার সূত্রপাত তুলে ধরেন, সোমবার ঢাকার কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারের সদস্যদের ভিডিও করতে থাকেন, দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি...