মেহেরপুরে বিএনপি থেকে ৭০ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে এক সাধারণ সভায় তারা জামায়াতে যোগ দেন। রোববার (১২ অক্টোবর) এশার নামাজের পর নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেন, আমাদের প্রথমে সৎ এবং যোগ্য নেতাকর্মী নির্বাচন করতে হবে। নতুন যারা দলে যোগ দিয়েছেন তাদেরকে শুভকামনা জানিয়ে সৎ থাকার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে সরকারি বরাদ্দের পন্য যাতে সুষ্ঠু বন্টন হয়। কোনো ভাবে যেন এতিম ও সুবিধাবঞ্চিতদের হক নষ্ট না হয়। ৫৪ বছর এ দেশ স্বাধীন হয়েছে। একটার পর একটা দলকে আমরা দেশ পরিচালনা করতে নিয়ে এসেছি। আমরা ভেবেছিলাম...