ধন্য জন্মে আমি মুসলমানচিত্ত সুখে গাহি জয়গানদুর্গাপূজায় গিয়ে হই ধন্যএটা মস্ত খবর, নয় নগণ্য! সতেরো বছর পারিনি যেতেপারিনি প্রাণ খুলে হাসতেএখন হাসি, মুখ খুলে বলিমনের মাঝে নেই চোরাবালি! কেউ পাঠাচ্ছে শুভেচ্ছা বার্তাকেউ গিয়ে পাঠ করছে গীতাকেউ খাচ্ছে হাসিমুখে প্রসাদচোখে-মুখে যেন অমৃতের স্বাদ! পূজায় অনুদান কেউ করছে গিয়েকেউ প্রণাম করছে মাথা নামিয়েকেউ গলায় জড়াচ্ছে মালাহোক চেহারা সাদা বা কালা! অর্জিত হয় কত অভিজ্ঞতাসৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতাহিন্দু-মুসলমান ভাই ভাইতোমাদের সালাম জানাই! মুদ্রার এপিঠ-ওপিঠ আমরাএকই দেহ-রক্ত-আত্মা-চামড়াতোমরা রাখো সন্তানের নামবিষ্ণু-কৃষ্ণ-রাধা-রানী-রাম! আমরা ভাই-ভাতিজার রাখি নামমুহাম্মদ-মূসা-ইছা-আইয়ূব-সাদ্দামহিন্দু-মুসলমান মিলে তাকাই যেদিকতাঁরা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক! একদিকে রোজা, অন্যদিকে পূজাএকই মুদ্রার দুই সাইড সোজাবিষয়টি বোঝা অতি সহজ-সরলদুয়ের পার্থক্য শুধু ভাষার গরল! তোমাদের উলুধ্বনি, আমাদের আজানযাতে লুকায়িত সৃষ্টিকর্তার জয়গান!কেউ বলে ‘ইসলাম’ ধর্মের নাম নয়সংসদে...