কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৩ অক্টোবর, ২০২৫, ১৬:৫৯:১৬ ইছামতি নদীতে ব্রিজ না থাকায় দুর্ভোগ তিন উপজেলার মানুষের NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সিরাজগঞ্জ:সংসদীয় আসন সিরাজগঞ্জ- ১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়ন)-এর সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতি নদীর উপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে তিন উপজেলার কয়েক হাজার মানুষ।স্বাধীনতার পর থেকে ভুক্তভোগী মানুষেরা ইছামতি নদীর উপর ওই ব্রিজটি নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত নির্মিত হয়নি।সরেজমিন রোববার (১২ অক্টোবার) বিকেলে একডালা গ্রামের ইছামতির ঘাটে গিয়ে দেখা গেছে, নদীর উপর অস্থায়ীভাবে কাঠ ও বাঁশ দিয়ে একটি সাঁকো নির্মাণ করেছে এলাকার এক ব্যক্তি। তিনি টাকার বিনিময়ে মানুষজন পারাপার করেন। তবে ওই সাঁকোর উপর দিয়ে খালি রিক্সা, ভ্যান, মোটর সাইকেল পারাপার হলেও মালামাল নিয়ে...