১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম স্মরণকালের অন্যতম সেরা ফুটবল বিশ্বকাপ ফাইনাল ছিল ২০২২ সালের ফাইনাল ম্যাচটি।আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার সেই মহারণ নির্ধারিত সময়ের ১২০ মিনিট গড়িয়ে মীমাংসিত হয় টাইব্রেকারে। ৩-৩ সমতায় শেষ হওয়া লড়াই টাইব্রেকারে জিতেছিল লিওনেল মেসির দল। প্রায় তিন বছর পর ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বললেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালেও সেদিন আর্জেন্টিনারই জয় প্রাপ্য ছিল। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে ৩টি গোলই করেছিলেন এমবাপ্পে। দুর্দান্ত খেলেও হেরে যাওয়ার সেই দুঃখ তিনি ভুলতে চান না, কারণ সামনেই আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ২৬ বছর বয়সী এমবাপ্পে তাঁর বেড়ে ওঠা, ফুটবল ক্যারিয়ার, জীবনদর্শনসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জর্জ ভালদানোকে। মুভিস্টার প্লাসে প্রচারিত ‘ইউনিভারসো ভালদানো’ নামের অনুষ্ঠানে তিনি ২০২২ বিশ্বকাপ ফাইনালে নিজের হ্যাটট্রিক...