বাংলাদেশ ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার জন্য শাহবাগ এবং তথাকথিত বুদ্ধিজীবীরা দায়ী বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। আজ সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির কর্তৃক আয়োজিত শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্কের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ইসলামী ছাত্র শিবিরের গঠনের পর থেকে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমরা আগামীর বাংলাদেশ নির্মাণ করবো। এজন্য রাজনৈতিক দল গুলোর মধ্যে যৌক্তিক আলোচনা-সমালোচনা প্রয়োজন। যৌক্তিক চর্চা অব্যাহত রাখার জন্য বিতর্ক অতীব জরুরি । বিতর্কই হোক মুক্তির স্লোগান। সাদিক কায়েম আরো বলেন, মুক্তির জন্য গত ১৬ বছর আমরা লড়াই করেছি। কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, সিভিল সোসাইটি, সমাজকে ধ্বংস করেছে। হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা...