গাজা থেকে ইসরায়েলের জীবিত সব জিম্মিকে হামাস মুক্তি দেওয়ার পর, এবার ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি বাস ইতোমধ্যে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। অন্য বাসগুলো গাজার পথে রয়েছে।আরো পড়ুন:মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়ে ধোঁয়াশাইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’ মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়ে ধোঁয়াশা ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পাচ্ছেন ‘প্রেসিডেন্ট পদক’ যে ১ হাজার ৯৫০ জনকে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের মধ্যে ১ হাজার ৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দি ছিলেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কতজন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, তা জানা যায়নি। স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে...