আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, উপ-পরিচালক স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কতা, জনসচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে ব্যক্তিগত ও সামাজিকভাবে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “দুর্যোগ ঝুঁকি কমাতে এবং ক্ষয়ক্ষতি সহনশীল পর্যায়ে রাখতে সকলের সমন্বিত ভূমিকা জরুরি। পাহাড় ধসপ্রবণ খাগড়াছড়িতে ঝুঁকি হ্রাস করতে স্থানীয় জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কাজ করতে হবে।”সংশ্লিষ্টরা মনে করেন, দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতিমূলক কর্মকাণ্ড...