সোনার গয়না যেন বিয়ের সাজের এক অবিচ্ছেদ্য অংশ। সোনার হার, বালা, আংটি ছাড়া যেন সাজই অসম্পূর্ণ। কিন্তু সময় বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে সোনার দামও। এখন ভরি প্রতি সোনার দাম দুই লাখ টাকারও বেশি, ফলে অনেকে বিয়ের বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন। তবে সুখবর হলো-সোনা ছাড়া বিয়েও হতে পারে ঝলমলে, রুচিশীল আর একদম নিজের মতো করে। চলুন জেনে নেই সোনা ছাড়াই বিয়েকে বিশেষ করে তোলার বিকল্প উপায়। ছবি: ক্যানভা এআই রঙিন রত্নের আংটি: রুবি, এমেরাল্ড বা স্যাফায়ার-এই রঙিন রত্নগুলো এখন শুধু অলঙ্কার নয়, একেকটা চরিত্রের প্রতিচ্ছবি। রঙের ছোঁয়ায় তৈরি আংটি হতে পারে একদম আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। সোশ্যাল মিডিয়াতেও এখন এই রত্নখচিত আংটিই ট্রেন্ডে। ভিনটেজ গয়না: পুরোনো গয়না মানেই এখন শুধু স্মৃতির বন্ধন নয়, বরং এটি এক অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। মায়ের বা...