বলিউড বাদশাহ শাহরুখ খান কেবল পর্দার রাজা নন, বাস্তব জীবনেও তিনি বিরাট অনুপ্রেরণা। তার উপস্থিত বুদ্ধি, মানুষকে সম্মান দেখানোর গুণ, বিনয় সবসমই অনুকরণীয়। বিশেষ করে নারীদের কাছে তিনি ‘জেন্টলম্যান’ হিসেবে আলাদা জায়গা করে নিয়েছেন। সেটা কেন তার প্রমাণ আবারও দিলেন শাহরুখ। গত শনিবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন শাহরুখ খান। এক পর্যায়ে সেরা নবাগতার পুরস্কার নিতে মঞ্চে ওঠেন ‘লাপাতা লেডিজ’ ছবির তরুণ অভিনেত্রী নিতাংশী গোয়েল। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হঠাৎই পিছলে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই শাহরুখ ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন এবং সহায়তা করেন মঞ্চে দাঁড়াতে। শুধু তাই নয়, অভিনেত্রীর ড্রেসের লম্বা টেল হাতে তুলে নেন যাতে তার হাঁটতে কোনো অসুবিধা না হয়। দর্শকদের সামনে এই দৃশ্যটি ধরা পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়...