ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান আবারও আলোচনায় এসেছেন ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে। ২০২১ সালে রিয়াল দায়িত্ব ছাড়ার পর থেকে চার বছরের বেশি সময় ধরে বিশ্রামে আছেন তিনি। তবু ফুটবলবিশ্বে প্রশ্ন রয়ে গেছে — কবে আবার দেখা যাবে তাঁকে ডাগআউটে? ইতালিতে একটি ফেস্টভ্যালে অংশ নিয়ে জিদান নিজেই জানালেন, কোচিংয়ে ফিরবেন তিনি, তবে কবে ও কোথায় — সেটি এখনো নির্দিষ্ট নয়। বিশেষ করে ফ্রান্স জাতীয় দলকে কোচিং করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। জিদানের ভাষায়, 'আমি অবশ্যই আবার কোচিংয়ে ফিরব। জুভেন্টাসের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে আমি কিছু বলতে পারি না। ওদের প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে, কারণ ক্লাবটি আমাকে অনেক কিছু দিয়েছে। তবে ভবিষ্যতে আমি ফ্রান্স জাতীয় দলকে কোচিং করতে চাই। দেখা যাক কী হয়।'সাবেক বিশ্বকাপজয়ী এই...