শৈশব থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে। সুপারস্টার হওয়ার পরও পর্তুগিজ মহাতারকার কাছ থেকে নেন পরামর্শ। কথা বলেন। রিয়াল মাদ্রিদের এক নম্বরও মানেন। তবে নিজের পথে হেঁটে সেরা হতে চান এমবাপ্পে। স্বপ্নের স্প্যানিশ ক্লাব মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে উড়ছেন এমবাপ্পে। আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। তবে, রোনালদোকে এখনও রিয়াল মাদ্রিদের 'নাম্বার ওয়ান’ হিসেবে আখ্যা দিয়েছেন এই ফরাসি সুপারস্টার। মাদ্রিদের জায়ান্ট ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে এমবাপ্পে 'একজন আদর্শ’ হিসেবে দেখেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯ মৌসুমে রিয়ালের জার্সিতে সিআর সেভেন করেছেন ৪৫০ গোল, জিতেছেন ১৬টি শিরোপা, যার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ। গত মৌসুমে রিয়ালে যোগ দিয়েই এমবাপ্পে করেছিলেন ৪৪ গোল। চলতি মৌসুমে এখন পর্যন্ত করেছেন ১৪ গোল। রোনালদোর গ্রেটনেসকে তাড়া করলেও রিয়ালে এখনও পর্তুগিজ মহাতারকাকেই নিজের ওপরে রাখছেন এমবাপ্পে।...