এখন সব ঘরেই মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ ব্যবহাত করা হয়। টেলিভিশন, চার্জার, ল্যাম্প বা রাউটার সবকিছুর জন্যই এটি বেশ সুবিধাজনক। তবে কোনও কোনও বৈদ্যুতিক যন্ত্র এই মাল্টিপ্লাগে লাগানো একেবারেই উচিত নয়। কারণ ভুলভাবে ব্যবহার করলে শুধু যন্ত্র নষ্টই হয় না, কখনও কখনও ঘটে অগ্নিকাণ্ড। ফ্রিজ ও ডিপ ফ্রিজ এমন দুটি যন্ত্র যা সব সময়ে চালু থাকে। তাই এগুলোর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মিস্টার স্পার্কি’–এর সহ-সভাপতি ড্যানিয়েল মক সতর্ক করে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ফ্রিজ বা ফ্রিজার পাওয়ার স্ট্রিপে লাগালে সার্কিট ‘ট্রিপ’ করতে পারে। এতে শুধু বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে না, যন্ত্রও নষ্ট হতে পারে।” মার্কিন প্রতিষ্ঠান ‘লাইভওয়্যার ইলেকট্রিক্যাল’-এর প্রধান ববি লিন বলেন, “এই যন্ত্রগুলো অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। পাওয়ার স্ট্রিপে লাগালে হঠাৎ ভোল্টেজ...