কঠোর সমালোচনার পর এবার নারী সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করলেন ভারত সফররত আফাগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার (১২ অক্টোবর) দিল্লিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তাদের প্রশ্নের জবাবও দিয়েছেন মুত্তাকি। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিককে অংশ নিতে না দেওয়ার ঘটনায় তুমুল বিতর্কিত হয়েছেন আফাগান পররাষ্ট্রমন্ত্রী । তবে ওই সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনা মোটেও ইচ্ছাকৃত ছিল না বরং প্রযুক্তিগত সমস্যার কারণেই এরকম হয়েছে বলে মন্তব্য করেছেন আমির খান মুত্তাকি। পরবর্তী এ সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুত্তাকি জানিয়েছেন, প্রেস কনফারেন্সটি হঠাৎ করে নির্ধারিত হওয়ায় হাতে সময় খুব কম ছিল। তাই খুব সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানো সম্ভব হয়েছিল। যে সব নাম আমাদের হাতের...