নিজস্ব প্রতিবেদক : এক সময় দেশের ব্যাংকিং খাতে আস্থার প্রতীক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। প্রবাসীদের রেমিটেন্স, আমানত ও বিনিয়োগের ওপর নির্ভর করে গড়ে ওঠা এই ব্যাংক একসময় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার আমানতের মালিক ছিল। তবে ২০১৭ সালে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকেই শুরু হয় এক অন্ধকার অধ্যায়। বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজারের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের মোট শেয়ারের পরিমাণ ১৬১ কোটি। এর মধ্যে এস আলম গ্রুপের একক নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ১৩১.৩৬ কোটি শেয়ার, যা ব্যাংকের মোট শেয়ারের ৮১.৫৯ শতাংশ। প্রতিটি শেয়ারের মূল্য ৪২ টাকা ধরে এই মালিকানার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা—যা বাংলাদেশের ব্যাংক খাতে নজিরবিহীন। ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর থেকেই শুরু হয় ব্যাপক অনিয়ম...