নিজস্ব প্রতিবেদক : ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১২ অক্টোবর) ‘কারা-১’ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৫৪১(১) ধারা এবং The Prisons Act, 1894-এর ৩(বি) ধারার ক্ষমতাবলে, ঢাকা সেনানিবাসস্থ ‘এম ই এস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩টি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে—৯ জন অবসরে,১ জন এলপিআর (Leave Preparatory to Retirement)-এ এবং ১৫ জন বর্তমানে কর্মরত। চার্জশিট দাখিলের পর এলপিআর ও কর্মরত ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। ৯ অক্টোবরের মধ্যে তাদের রিপোর্ট করার সময়সীমা...