২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। এ ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো। অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জনকারীরা হলেন- আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়েল মোকিয়র, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ফিলিপ আগিয়োঁ ও আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি অধ্যাপক পিটার হাউইট। প্রথা অনুযায়ী, অক্টোবরের প্রথম সোমবার হিসেবে গত ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। তাঁরা হলেন– মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। এরপর ৭ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর পদার্থবিজ্ঞানে ২০২৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার...