২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা’ সিনেমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি। এবার তিনি আরও বেশি উন্মাদনা জাগানো ‘কান্তরা চ্যাপ্টার ১’ সিক্যুয়েল নিয়ে ফিরে এসেছেন দর্শকের কাছে। যা এখন বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। সিনেমাটির শুরুটা অসাধারণ হয়েছে এবং একাধিক রেকর্ড ভেঙেছে। এটি এখন প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের ‘সালার: পার্ট ১- সিজফায়ার’ এবং ‘বাহুবলী-দ্য বিগিনিং’র আজীবন আয়কে ছাড়িয়েছে। ‘কান্তারা চ্যাপ্টার ১’ বক্স অফিস সংগ্রহের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুসারে, ‘কান্তারা চ্যাপ্টার ১’র উদ্বোধনী সপ্তাহ অসাধারণ ছিল, সংগ্রহ করেছিল ৩৩৭ দশমিক ৪ কোটি রুপি। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, নবম দিনে আয় করেছে ২২ দশমিক ২৫ কোটি এবং দশম দিনে এটির আয় ৭৫ দশমিক ২৮ ভাগ বৃদ্ধি পেয়েছে, সংগ্রহ করেছে ৩৯ কোটি রুপি। দ্বিতীয় রোববার অর্থাৎ ১২...