প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামায়াতের নায়েবে আমীর আবু তাহের সাংবাদিকের বলেছেন, তার দল আগামী নভেম্বের গণভোট চায়। সংসদ নির্বাচন পরে করার জন্য বৈঠকে ইসিকে আহবান জানিয়েছেন তারা। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। অন্যদিকে, জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট...