রাজশাহীতে দিন দিন বাড়ছে তাপমাত্রা। গত ৫২ বছরের রেকর্ডে এ জেলার তাপমাত্রায় নতুন রেকর্ড করে গত বছর। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার ও সবুজ কমে যাওয়া এবং বহুতল ভবন বাড়ার কারণে গরম বাড়ছে। ফলে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তাই গরম থেকে বাঁচতে চাই দ্রুত উদ্যোগ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, এই তাপমাত্রা বৃদ্ধি শহরের পরিকল্পিত নগরায়ণ, তাপমাত্রার আরামদায়ক অবস্থা এবং দীর্ঘমেয়াদি বাসযোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গবেষণায় বলা হয়েছে, এই তিন দশকে নগরীর সবুজ এলাকা কমেছে ২৬ শতাংশ এবং জলাধার কমেছে ৩ শতাংশ। বিপরীতে নির্মিত অবকাঠামো বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এ সময় নির্মিত অবকাঠামোর পরিমাণ ৯.৭৩ বর্গ কিলোমিটার থেকে বেড়ে ২২.৯৯ বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। একই সময়ে সবুজ এলাকা কমেছে ১২.৪৮ বর্গ কিলোমিটার এবং জলাশয় কমেছে ১.৪৪ বর্গ কিলোমিটার।...