ঋষব শেঠির সিনেমা ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমার বাজেট ছিল ১২৫ কোটি রুপি, কিন্তু মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ৩৩৭.৪ কোটি। দ্বিতীয় সপ্তাহে আয়ের সঙ্গে মিলিয়ে মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে ৪৩৭.৬৫ কোটি রুপি, যা বাজেটের তুলনায় বিশাল সাফল্য। এর ফলে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ ভারতের অন্যান্য ব্লকবাস্টার সিনেমার আয়কে ছাড়িয়ে গেছে। উদাহরণস্বরূপ, ‘সালার: পার্ট ১’ আয় করেছিল ৪০৬.৪৫ কোটি, ‘বাহুবলী ’ ৪২০ কোটি এবং চলতি বছরের আলোচিত ‘সাইয়ারা’ ছিল ৪০৯ কোটি। এই সাফল্যের কারণে ‘কানতারা: চ্যাপ্টার ১’ ভারতীয় সিনেমার ইতিহাসে ১২তম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে বলে খবর টাইমস অব ইন্ডিয়ার। ষব শেঠির ‘কান্তারা: চ্যাপ্টার ১’ সিনেমা মুক্তির প্রথম পাঁচ দিনে বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। ২০২২ সালে মুক্তি পাওয়া কন্নড়...