দেশের ওষুধের বাজার যেন এক অদৃশ্য দখলযুদ্ধের ময়দান। প্রতিদিন নতুন নতুন নাম, নতুন প্যাকেট, নতুন দাম, কিন্তু মান ও মূল্য কোথায় যাচ্ছে তার হিসাব রাখার যেন কেউ নেই। চিকিৎসার আশায় মানুষ ফার্মেসিতে যায় জীবন বাঁচাতে, কিন্তু অনেক সময় সেই ফার্মেসিই মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। দেশজুড়ে আজ ওষুধের দাম এমনভাবে বেড়েছে যে, সাধারণ মানুষ তো বটেই মধ্যবিত্ত পরিবারের মানুষও এখন প্রেসক্রিপশন হাতে নিয়ে দ্বিধায় পড়ে যায়, কিনবে না ফেরত যাবে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে বর্তমানে নিবন্ধিত ওষুধ কোম্পানির সংখ্যা ৩০০’রও বেশি। এর মধ্যে ৫০টির মতো কোম্পানি প্রায় ৮০ শতাংশ বাজার দখলে রেখেছে। এই বাজারে প্রতিযোগিতা নেই, আছে শুধুই প্রভাব ও লবিং। একেক কোম্পানি একেক ওষুধের দাম নির্ধারণ করছে ইচ্ছেমতো। একটি সাধারণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যেটির উৎপাদন খরচ ২ টাকা, সেটি বাজারে বিক্রি...