ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। লাইভে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাকে বাঁচান! পুলিশ পাঠান! আমাকে এখান থেকে নিয়ে যান!” রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা ওই ফেসবুক লাইভে দেখা যায়, ঘরের ভেতর তুমুল বিশৃঙ্খলা। ভাঙা কাচ, ছড়ানো জিনিসপত্র, এলোমেলো আসবাব—সবকিছুতেই যেন স্পষ্ট ছিল এক উত্তেজনাপূর্ণ ও ভয়াবহ পরিস্থিতির চিত্র।আরো পড়ুন:স্বামীর সঙ্গে কী নিয়ে ঝগড়া হয় মিমের?প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান লাইভে রিন্টু দাবি করেন, গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়েছে। তবু তার প্রাক্তন স্বামী এখনো বাড়িতে অবস্থান করছেন, তাকে হুমকি দিচ্ছেন এবং শারীরিকভাবে নির্যাতন করছেন। কাঁদতে কাঁদতে নিজের হাতে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, “ওরা চায়, পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি...